খিজির হায়াতকে হত্যার পরিকল্পনাকারী রিমান্ডে

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 19:04:29

অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক খিজির হায়াতকে হত্যা পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলাটিমের দুই সদস্যের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আসামিরা হলেন- আবু বকর ও এমদাদুল ইসলাম ওরফে মেহেদী হাসান।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক কামরুজ্জামান আসামিদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। 

শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা মোবাইলের বিভিন্ন অ্যাপস ব্যবহার করে রাষ্ট্রবিরোধী প্রচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচিত করতেন। তারা চলচ্চিত্র নির্মাতা খিজির হায়াৎ খানকে হত্যার পরিকল্পনা করেন।

উল্লেখ্য, খিজির হায়াত খান জঙ্গিবাদবিরোধী ‘মি. বাংলাদেশ’ নামে একটি সিনেমা তৈরি করেছেন।

এ সম্পর্কিত আরও খবর