ব্লগার নাজিম হত্যা: চার্জ শুনানি ৩০ আগস্ট

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 06:22:45

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ব্লগার নাজিমুদ্দিন সামাদ হত্যা মামলার চার্জ শুনানির তারিখ পিছিয়ে আগামী ৩০ আগস্ট ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (৪ জুলাই) ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমানের আদালত এই তারিখ ধার্য করেন।

আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধান চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়াসহ ৯ জন এ মামলার আসামি। মেজর জিয়াসহ ৫ জন পলাতক রয়েছেন। আসামিদের কারাগার থেকে আদালতে হাজির না করায় চার্জগঠন বিষয়ে শুনানি পিছিয়ে দেয়া হয়।

২০১৬ সালের ৬ এপ্রিল রাতে পুরান ঢাকার লক্ষ্মীবাজারের একরামপুর মোড়ে জঙ্গিরা কুপিয়ে এবং গুলি করে হত্যা করেন ব্লগার নাজিমুদ্দিনকে।

ঘটনায় পরদিন সূত্রাপুর থানার এসআই মো. নুরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।

এ সম্পর্কিত আরও খবর