স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 13:01:41

রাজধানীর বাড্ডা এলাকায় গৃহবধূ মৌসুমি বড়ুয়াকে আগুনে পুড়িয়ে হত্যার মামলায় স্বামী সাজু বড়ুয়াকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবেরা সুলতানা খানমের আদালত এ রায় ঘোষণা করেন। তাকে ২০ হাজার টাকা জরিমানা ও জরিমানা অনাদায়ে আর ৬ মাস কারাদণ্ড দেয়া হয়েছে।

সাজু বড়ুয়া জামিনে ছিলেন। অসুস্থ থাকায় এদিন তিনি আদালতে হাজির না হওয়ায় তার আইনজীবী সময় আবেদন করেন। আদালত সময় আবেদন নামঞ্জুর করে সাজুকে পলাতক ঘোষণা করে রায় ঘোষণা করেন। একই সঙ্গে তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর আফরোজা ফারহানা আহম্মেদ (অরেঞ্জ) এসব তথ্য নিশ্চিত করেন।

২০০৮ সালের ৯ জানুয়ারি সকালের দিকে তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে সাজু তার স্ত্রীর গায়ের কাপড়ে দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দেয়। কাউকে সেই আগুন নেভাতেও দেয় না। এতে মোসুমির শরীর ঝলসে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মামলাটির বিচার চলাকালে ১৪ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন ট্রাইব্যুনাল।

এ সম্পর্কিত আরও খবর