রাজধানীর বাড্ডা থানার নাশকতার মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক, নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ১২ জনের ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ।
বুধবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে বাড্ডা থানার নাশকতায় মামলায় প্রত্যেককে ৫ দিন করে রিমান্ডের আবেদন করা হয়।
রিমান্ড আবেদনের ওপর বিকাল ৩টার দিকে শুনানি অনুষ্ঠিত হবে।
বিএনপির পক্ষ থেকে বলা হয়, দুলুকে তার গুলশানের বাসভবন থেকে, তাঁতী দলের আহবায়ক আবুল কালাম আজাদকে মিরপুর থেকে, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি গোলাম রাব্বানী সোহেলকে নয়াপল্টন থেকে আটক করেছে পুলিশ।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে বলেন, বিএনপির জনসমাবেশ নস্যাৎ করতে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তবে কোনো ষড়যন্ত্রেই কাজ হবে না।