রাজধানীর রমনা থানার অস্ত্র আইনের মামলায় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়া উদ্দীন বাসিতের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ৫০ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত এ আদেশ দেন।
কাজী জিয়া উদ্দীন বাসিতকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল জোনাল টিমের সাব-ইন্সপেক্টর ইসমাইল হোসেন। অপর ৫০ জনকে কারাগারে আটক রাখার আবেদন করেন একই জোনের সাব-ইন্সপেক্টর জামাল উদ্দীন মীর।
জিয়া উদ্দিনের রিমান্ড বাতিল এবং অপর আসামিদের জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে জিয়া উদ্দিনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং অপর ৫০ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া আসামিদের মধ্যে রয়েছেন, আবু সাইদ মো. রায়হান জনি, রুবেল, জসিম উদ্দিন, নুরুল আমিন, মাঈন উদ্দিন, লিটন মিয়া, মঈন উদ্দিন, আরশেদ আলী, সুলদান মাহমুদ, শহিদুল ইসলাম, গোলাম মোস্তফা, জাহাঙ্গীর, আমজাদ হোসেন, মাহবুল, কামাল হোসেন, লিয়াকত, সাঈদ, সোহেল, আশরাফ হোসেন, মোফাজ্জল হোসেন, আলী আকবর, মনছুর তালুকদারসহ প্রমুখ।