বিএনপি নেতা সাইফুল ইসলাম নিরবসহ ৭ জনের কারাদণ্ড

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-11-20 12:54:25

রাজধানীর তেজগাঁও থানার নাশকতার মামলায় যুবদলের সাবেক সভাপতি, বিএনপি নেতা সাইফুল আলম নিরবসহ ৭ জনকে ২ বছর ৬ মাস করে কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

সোমবার (২০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত এ রায় ঘোষণা করেন।

রায়ে আসামিদের দণ্ডের অতিরিক্ত দুই হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

দণ্ডিত অপর আসামিরা হলেন- সালেহ ইসলাম সুমন ওরফে বাগা সুমন, গান্ডু শাহিন, বেল্লাল হোসেন, মোঃ জাকির হোসেন, আনোয়াজ্জামান আনোয়ার ওরফে আনেয়ার কমিশনার ও আবু বকর সিদ্দিক।

রায় ঘোষণার সময় নিবরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। অপর ৬ আসামি জামিনে ছিলেন। তারা রায় ঘোষণার সময় অনুপস্থিত থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

চলতি বছর ৪ মার্চ বিকাল ৪টায় নিরবকে গ্রেফতার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর