পুলিশ হত্যা: বিএনপির ৪ কর্মী ৭ দিনের রিমান্ডে

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-11-22 19:18:26

বিএনপির মহাসমাবেশে সংঘর্ষের সময় পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে হত্যা মামলায় বিএনপির ৪ কর্মীর ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডকৃতরা হলেন- আমতলা ইউনিটের বিএনপি'র সেক্রেটারী মো. বাবুল মিয়া, সদস্য মো. মনির হোসেন, বাদল দাস ও মো. ইমরান।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ তরীকুল ইসলাম আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে আসামিরা অতর্কিতভাবে পুলিশের ওপর আক্রমণ করেন এবং ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। একপর্যায়ে পুলিশ সদস্য মোঃ আমিরুল হককে বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা রাস্তার ওপর ফেলে এলোপাথারিভাবে ইট, লাঠি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করেন। আহত আমিরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

মামলার মূল রহস্য উৎঘাটন ও ঘটনার সাথে জড়িত আসামিদের নাম ঠিকানা সংগ্রহ ও গ্রেফতারের জন্য আসামিদের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

এ সম্পর্কিত আরও খবর