রাজধানীর উত্তরা-পূর্ব থানার নাশকতার এক মামলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ২২ নেতাকর্মীর প্রত্যেককে দুই বছর তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় ১০ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালত এই রায় ঘোষণা করেন।
এছাড়াও তাদের পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও দুই মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
কারাদণ্ড প্রাপ্তদের মধ্যে রয়েছেন, আব্দুস সালাম সরকার, মোহাম্মদ আমিনুল ইসলাম, ইমরান হোসেন, সৈয়দ ইমরান আহমেদ, মোহাম্মদ গোলাম মোস্তফা হৃদয়, আলাউদ্দিন, মনির হোসেন ভূঁইয়া, মোহাম্মদ খোকন মিয়াসহ প্রমুখ।
২০১৮ সালের সেপ্টেম্বর মাসে নাশকতার অভিযোগে উত্তরা-পূর্ব থানায় মামলাটি দায়ের করা হয়।