গায়ক নোবেলের মামলার প্রতিবেদন দাখিল পেছাল

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-12-05 12:54:16

কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেলের প্রতারণা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৩০ জানুয়ারি ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে এ তারিখ ধার্য করেন।

মতিঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর শাহ আলম এতথ্য নিশ্চিত করেছেন।

মামলার বাদী মো. সাফায়েত ইসলাম একজন ছাত্র। তিনি অভিযোগ করেন, তিনি ও তার বন্ধুরা মিলে গত ২৮ এপ্রিল ভেনরগঞ্জ হেডকোয়ার্টার ৫ পাইলট উচ্চ বিদ্যালয়ের এস এস সি ব্যাচ ২০১৬’র প্রথম পূর্ণমিলনী তথা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

উক্ত অনুষ্ঠানে শিল্পী হিসেবে গান গাওয়ার জন্য নোবেলের সাথে এক লাখ পঁচাত্তর হাজার টাকায় মৌখিকভাবে চুক্তি হয়। ওই সময় বাদী নোবেলকে নগদ পনের হাজার টাকা দেন। পরবর্তী বিভিন্ন সময়ে নোবেলের কথা মত তার একাউন্টে এক লক্ষ ষাট হাজার দেন।

নোবেল তার একাউন্টে টাকা পেয়ে উত্তোলন করে পূর্ণমিলনী অনুষ্ঠানে আর আসেননি। নোবেল জেনে শুনে অনুষ্ঠানে না এসে বাদীর সাথে প্রতারণা করে অনুষ্ঠানে গান না দিয়ে উক্ত টাকা প্রতারণামূলকভাবে আত্মসাৎ করেছে।

এ সম্পর্কিত আরও খবর