ফখরুলসহ ১৪ জনের জামিন স্থগিতের শুনানি ২০ জানুয়ারি

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 22:48:18

রাজধানীতে দায়েরকৃত নাশকতার পৃথক দুটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৪ জনের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি দুই সপ্তাহ পিছিয়েছে। আগামী ২০ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

রোববার (৬ জানুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ শুনানি করেন রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বিএনপির অন্যান্য নেতারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. মঈন খান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, দলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন ও বরকত উল্লাহ বুলু, দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী সালাউদ্দিন আহমেদ ও ড্যাব নেতা এ জেড এমন জাহিদ।

এছাড়া একই মামলায় আসামি রয়েছেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন এবং গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

এ সম্পর্কিত আরও খবর