প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় কারাদণ্ড

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 06:38:30

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে মোবাইল ফোনে ছড়িয়ে দেওয়ার মামলায় মনির নামে এক ব্যক্তির সাত বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার এক ট্রাইব্যুনাল।

বুধবার ( জানুয়ারি) সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস সামশ জগলুল হোসেন রায় প্রদান করেন।

সাত বছর দণ্ডের অতিরিক্ত তাকে ১০ হাজার টাকা জরিমানা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করেন বিচারক।

রায় ঘোষণার পর মনিরকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

ট্রাইব্যুনালের বিচারক নজরুল ইসলাম শামীম বিষয়টি বার্তা২৪কে নিশ্চিত করেছেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই মামলায় আলমগীর হোসেন সুব্রত শীল নামে দুই ব্যক্তিকে খালাস দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, মনিরের একটি টেলিকম দোকান ছিল। সেখান থেকে বিভিন্ন মোবাইল ফোনে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশ বিদেশের বিভিন্ন রাষ্ট্রপ্রধানের ছবি বিকৃত করে ছড়িয়ে দিতেন।

এ সম্পর্কিত আরও খবর