অবন্তিকার আত্মহত্যা: দ্বীন ইসলামের জামিন না মঞ্জুর

, আইন-আদালত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2024-03-20 13:13:37

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার প্ররোচনা মামলায় আসামি সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন না মঞ্জুর করেছেন কুমিল্লার আদালত।

বুধবার (২০ মার্চ) সকালে জামিনের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী স্বর্ণ কমল নন্দী। পরে বেলা ১২ টার দিকে কুমিল্লা আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক আবু বক্কর সিদ্দিক আসামির জামিন না মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেন আসামি পক্ষের আইনজীবী স্বর্ণ কমল নন্দী।

তিনি বলেন, আমরা আদালতে আসামি দ্বীন ইসলামের জামিন আবেদন করেছি। কিন্তু বিচারক জামিন দেননি। আমি মনে করি, একজন স্বনামধন্য শিক্ষক এ ঘটনায় জড়িত না।

তিনি আরও বলেন, আমরাও অবন্তিকা হত্যার বিচার চাই। কিন্তু বিচারের নামে একজন নিরপরাধ শিক্ষক যেন কোনোভাবেই ন্যায় বিচারে বঞ্চিত না হয়। আমরা উচ্চতর আদালতে যাবো।

এদিকে, মঙ্গলবার (১৯ মার্চ) একদিনের রিমান্ড শেষে সকালে দ্বীন ইসলামকে কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নিজ তলায় কোট হাজতে রাখা হয়। পরে দুপুর সোয়া ১ টায় একদিনের রিমান্ড শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু বক্কর সিদ্দিক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এ সম্পর্কিত আরও খবর