শাহনাজের স্কুটি ছিনতাইকারী রিমান্ডে

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 02:42:27

আলোচিত বাইকার শাহনাজের স্কুটি ছিনতাইয়ের অভিযোগে আসামি জুবাইদুল ইসলাম এডমন ওরফে জনির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

জুবাইদুলের সাত দিনের রিমান্ড চেয়েছিলেন মামলাটির তদন্ত কর্মকর্তা শেরেবাংলা থানার এসআই শফিকুল ইসলাম খান।

আসামিপক্ষের আইনজীবী মেসবাহ উদ্দিন রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।

বুধবার (১৬ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম জামিনের আবেদন নাকচ করে আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জামিন শুনানিতে আসামিপক্ষের আইনজীবী বলেন, ‘এ মামলার আসামি ও বাদী পূর্ব পরিচিত ছিলেন। গত ১০ জানুয়ারি তারা পরস্পর দেখা করে সারাদিন ঘোরাঘুরি করেন।’

‘তিনি (জুবাইদুল) বাইক ছিনতাই করেননি, পরস্পর ভুল বুঝাবুঝি থেকে এ মামলা হয়েছে।’

মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকাল ৩টার দিকে অভিনব কায়দায় শাহনাজের মাহিন্দ্রা ব্র্যান্ডের স্কুটিটি ছিনতাই হয়।

এ ঘটনার পর ঐদিনই শাহনাজ রাজধানীর শেরে বাংলানগর থানায় একটি জিডি করেন। পরবর্তীতে পুলিশ অভিযোগ আমলে নিয়ে স্কুটিটি উদ্ধারে আধুনিক প্রযুক্তির সাহায্যে অভিযান চালায়।

অভিযানে মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের বোর্ড বাজার থেকে শাহনাজের স্কুটিসহ জনিকে আটক করে পুলিশ। পরে বুধবার দুপুরে উদ্ধারকৃত স্কুটিটি শাহনাজের হাতে ফিরিয়ে দেন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার।

 

এ সম্পর্কিত আরও খবর