আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই মামলার শুনানি অনুষ্ঠিত

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 04:35:26

নেত্রকোনার আটপাড়া এবং সুনামগঞ্জের শাল্লা উপজেলার বিভিন্ন গ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে দায়েরকৃত দুই মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ জানুয়ারি) বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ শুনানি অনুষ্ঠিত হয়।

এ সময় ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য বিচারপতি আমীর হোসেন ও বিচারপতি মোঃ আবু আহমেদ জমাদার উপস্থিত ছিলেন।

আটপাড়ার মামলায় আজ রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়। আদালতে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন খান মুন্নি।

আদালতের শুনানির পর প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নি জানান, মানবতাবিরোধী ৬টি অভিযোগে এ মামলার অভিযোগ গঠন করা হয়েছে।

৩ জন আসামির মধ্যে এনায়েত উল্লাহ মনজুর মৃত্যু হওয়ায় দুইজনের বিচার ও মামলা চলবে। এই দু’জনের মধ্যে সোহরাব ফকিরকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য আসামি হেদায়েত উল্লাহ আনজু পলাতক রয়েছেন।

আগামী ৭ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

সুনামগঞ্জের শাল্লা উপজেলার বিভিন্ন গ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ১১ জনের মধ্যে আমেরিকান নাগরিক মুকিত মুনিরসহ গ্রেফতার ৫ জনকে ট্রাইব্যুনালে হাজির করে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইলে আদালত জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

এ মামলায় হত্যা, ধর্ষণ ও নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের ৫টি অভিযোগ আনা হয়েছে। আদালতে শুনানি করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও রেজিয়া সুলতানা চমন।

এ সম্পর্কিত আরও খবর