খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 16:26:35

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আগামি ১৮ ফেব্রুয়ারি গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।

রোববার (২০ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ পরোয়ানা জারি করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রাকিবুল চৌধুরী ও মামলার বাদি এবি সিদ্দিকী পরোয়ানা জারির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

২০১৪ সালের ২১ অক্টোবর জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে দণ্ডবিধির ১৫৩ক ও ২৯৫ক ধারায় ঢাকার সিএমএম আদালতে এ মামলাটি দায়ের করেছিলেন।

অভিযোগ হতে জানা যায়, ২০১৪ সালের ১৪ অক্টোবর বিকেল ৫টায় খালেদা জিয়া তার গুলশান কার্যালয়ে দুর্গাপূজার শুভ বিজয়া উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সেখানে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাস করে।’

মামলায় আরও উল্লেখ করা হয়, বেগম খালেদা জিয়া শাহবাগ থানাধীন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বক্তৃতাকালে বলেন, ‘আওয়ামী লীগের বিশ্বাস ধর্মহীনতায়, ধর্ম নিরপেক্ষতায় নয়। আওয়ামী লীগ সব ধর্মের মানুষের ওপর আঘাত করে। আর লোক দেখানো ধর্ম নিরপেক্ষতার কথা বলে ধর্মীয় প্রতিষ্ঠান দখল করে নেয়। আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরে আছে।

বাদি আওয়ামী লীগের অনুসারী হওয়ায় খালেদা জিয়ার এ কথায় তার ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে মর্মে উল্লেখ করা হয়।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে গত বছরের ৮ ফেব্রুয়ারি হতে খালেদা জিয়া কারাগারে আটক আছেন।

এ সম্পর্কিত আরও খবর