চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তার ফের একদিনের রিমান্ড

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম | 2023-08-27 00:37:06

ঘুষের টাকাসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে গ্রেফতার হওয়া চট্টগ্রাম কাস্টম হাউসে (আরও) নাজিম উদ্দিন আহমেদকে একদিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগেও একদিনের রিমান্ডে নিয়ে কোন তথ্য না পাওয়ায় পুনরায় আরও একদিনের রিমান্ড চেয়েছেন দুদক।

চট্টগ্রাম মেট্রোপলিটন (তৃতীয়) আদালতের বিচারক শফি উদ্দিন কাস্টমসের আরও নাজিম উদ্দিন আহমেদকে আবার একদিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেন।

চট্টগ্রাম আদালতের দুদক প্রসিকিউটর ইমরান হোসেন বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'কাস্টমস হাউসের রাজস্ব বিভাগের প্রশাসনিক কর্মকর্তা নাজিম উদ্দিন আহমেদ ১০ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় ৬ লাখ টাকাসহ দুদকের হাতে গ্রেফতার হন। উক্ত টাকার রহস্য উদঘাটন করার লক্ষ্যে তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে।'

দুদকের উপ-পরিচালক মাহবুবুল আলম বলেন, 'এর আগে একদিনের রিমান্ডে এনেও কোন তথ্য পাওয়া যায়নি। সে অসুস্থ হয়ে পড়েছিল। তাই তাকে আবার রিমান্ডে আনার আবেদন করলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।'

এ সম্পর্কিত আরও খবর