মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল, বার্তা২৪.কম | 2023-08-25 08:33:03

বরিশালে গোয়েন্দা পুলিশের (ডিবি) দায়ের করা মাদক আইনের মামলায় এক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

মঙ্গলবার (২২ জানুয়ারি) বরিশালের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক নবাবুর রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত হলেন, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার উত্তর কাঁঠালতলী এলাকার মৃত আবদুল হামিদ হাওলাদারের ছেলে লাভলু।

এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১১ আগস্ট বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রুপাতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দেড়শ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী লাভলুকে আটক করে।

এ ঘটনায় ওই দিনই গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মিলন বিশ্বাস বাদী হয়ে লাভলুকে আসামি করে কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করে।

ওই বছরের ১৮ সেপ্টেম্বর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোস্তফা কামাল হায়দার আসামির বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে।

আদালতের বিচারক ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে এর রায় প্রদান করেন।

এ সম্পর্কিত আরও খবর