ইউনিপে টু ইউ’র  এমডিসহ ৬ জনের কারাদণ্ড

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪ | 2023-08-28 02:39:30

মানি লন্ডারিং সংক্রান্ত দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি (এমএলএম) ইউনিপে টু ইউ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মুনতাসির হোসেন সহ ছয় জনকে ১২ বছর করে সশ্রম কারাদণ্ডের নির্দেশ  দিয়েছেন আদালত।

বুধবার (২৩ জানুয়ারি) ঢাকার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক সৈয়দ দিলজার হোসেন রায় ঘোষণা করেন।

দণ্ডের অতিরিক্ত আসামিদের দুই হাজার ৭০২ কোটি ৪১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আসামিদের দ্বারা পরিচালিত সকল সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মোহাম্মদ মুনতাসির হোসেন, শহিদুজ্জামান শাহিন (পলাতক), মাসুদুর রহমান (পলাতক), এম. জামসেদ রহমান, মঞ্জুর এহসান চৌধুরী (পলাতক) এইস এম. আরশাদ উল্লাহ।

অবৈধভাবে প্রায় সাড়ে ১৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে ২০১১ সালের ২৫ জানুয়ারি দুদকের সহকারি পরিচালক তৌফিকুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেছিলেন।

মামলা সূত্রে জানা যায়, অবৈধভাবে প্রায় এক হাজার ৩৫০ কোটি টাকা পাচারের অভিযোগে ২০১১ সালের ২৫ জানুয়ারি শাহবাগ থানায় দুদকের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা একই বছরের ২২ জুন আদালতে চার্জশিট দাখিল করেন। ২০১৫ সালের ৬ জুলাই আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করা হয়।

এ সম্পর্কিত আরও খবর