অর্থ আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের ৮ কর্মকর্তার সাজা

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, ফরিদপুর   | 2023-09-01 20:20:36

অর্থ আত্মসাতের অভিযোগে গোপালগঞ্জ সোনালী ব্যাংক প্রধান শাখার হেড ক্যাশিয়ারসহ ৮জন কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ফরিদপুরের বিশেষ জজ আদালত।

বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে আদালতের বিচারক মোঃ মতিয়ার রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় ৮ জন আসামিই আদালতে হাজির ছিলেন।

ফরিদপুর জেলা দুর্নীতি দমন কমিশনের পিপি এ্যাডভোকেট মজিবর রহমান জানান, সোনালী ব্যাংক গোপালগঞ্জ শাখায় ভুয়া পেনশন হোল্ডারদের নাম দেখিয়ে ৪৭ লাখ ২ হাজার ৬২৮টাকা ৩৮ পয়সা সরকারি টাকা আত্মসাতের অভিযোগে ওই শাখার তৎকালিন হেড ক্যাশিয়ার শওকত হোসেন মোল্লাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ব্যাংকের শাখা ব্যাবস্থাপক আব্দুস সোবহান। 

২০০৩ সালের ৮ ডিসেম্বর মোট ১০ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় মামালাটি করা হয়। ১০ আসামির মধ্যে দুই আসামি মৃত্যুবরণ করেন।

মামলাটির তদন্ত করেন দুদক  এর ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল বাশার।

মামলার শুনানি শেষে আসামি শওকত হোসেন মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড একই সাথে ৪৮ লাখ ২ হাজার ৬২৮টাকা জরিমানা, অনাদায়ে আরো ১৭ বছর কারাদণ্ডাদেশ প্রদান করেন আদালত।  বাকি ৭জনকে ১৮বছর সশ্রম কারাদণ্ড একই সাথে ৯০ হাজার টাকার অর্থদণ্ড, অনাদায়ে আরো ১ বছর কারাদণ্ড প্রধান করেন আদালত।

রায় ঘোষণার পরে অভিযুক্ত সকল আসামিকে ফরিদপুর কারাগারে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর