ছাত্রলীগ নেতা মিরন সহ ৯ জন রিমান্ডে

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪ | 2023-08-26 13:22:27

পুলিশের কর্তব্য কাজে বাধা ও মারামারির মামলায় পল্টন থানা ছাত্রলীগের সভাপতি শেখ নাজমুল হোসাইন মিরন সহ ৯ জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৩ জানুয়ারি) মিরন সহ ১৬ জনকে দুই মামলায় সাত দিন করে রিমান্ড চেয়ে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পল্টন থানা পুলিশ।

মামলা দুটির মধ্যে ৩৯ নম্বর মামলায় সাত জনের রিমান্ড না মঞ্জুর করা হয়। তাদের জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে।

অপর মামলায় (মামলা নম্বর ৪০) মিরন সহ ৯ জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াসির আহসান চৌধুরী এ সব আদেশ দেন।

শেখ নাজমুল হোসাইন মিরনের বিরুদ্ধে অভিযোগ, পল্টনে একটি বহুতল ভবনের ভেতরে তুহিন নামে এক ব্যক্তির কাছে টাকা দাবি করেছিলেন মিরন।

তবে মিরনের দাবি, তুহিনের কাছে ঋণের টাকা পান তিনি। এ নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পুলিশের ওপরও চড়াও হন ছাত্রলীগ নেতারা। এরপর পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

এ সম্পর্কিত আরও খবর