বিচারপতি জাহাঙ্গীর ও বিচারপতি শাহিনুর অবকাশকালীন জজ মনোনীত

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-06-03 20:43:10

বাংলাদেশ সুপ্রিম কোর্টে অবকাশ চলাকালীন আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. শাহিনুর ইসলামকে মনোনীত করেছে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টে আগামী ১৩ জুন অবকাশ শুরু হয়ে ২৯ জুন পর্যন্ত চলবে।

সোমবার (৩ জুন) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুপ্রিম কোর্টে অবকাশ চলাকালীন বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে ১৩-১৯ জুন এবং বিচারপতি মো. শাহিনুর ইসলামকে ২০-২৯ জুন তারিখ পর্যন্ত অবকাশকালীন বিচারপতি মনোনীত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিচারপতি জাহাঙ্গীর হোসেন আগামী ১৩ ও ১৯ জুন এবং বিচারপতি মো. শাহিনুর ইসলাম আগামী ২৪ জুন ও ২৬ জুন অবকাশকালীন জজ হিসাবে সকাল ১১টা হতে শারীরিক উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।

এ সম্পর্কিত আরও খবর