একযোগে দেশের ৮৭ বিচারককে বদলি

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-06-10 12:06:50

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সহকারী জজ, সিনিয়র সহকারী জজ ও সম পদমর্যাদার ৮৭ জন বিচারককে দেশের বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব প্রশাসন-১ মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের এসব সদস্যকে ১২ জুন বর্তমান কর্মস্থলের দায়িত্ব অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হলো।

এ ছাড়া, প্রশিক্ষণ অথবা ছুটিতে থাকা বিচারকগণকে প্রশিক্ষণ অথবা ছুটি শেষে কর্মস্থলে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।

এ সম্পর্কিত আরও খবর