জামিনে মুক্তি পেলেন ব্যারিস্টার মইনুল

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 03:04:59

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন জামিনে মুক্তি পেয়েছেন।

রোববার (২৭ জানুয়ারি) রাতে তিনি জামিনে মুক্তি পান।

ব্যারিস্টার মইনুল হোসেন কারা হেফাজতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ছিলেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বার্তা২৪. কমকে বলেন, রোববার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে তাকে  মুক্তি দেওয়ার বিষয়টি জানানো হয়েছে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

২২ অক্টোবর রংপুরের এক মানহানির মামলায় মইনুল হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে গত ১৬ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনে এক নারী সাংবাদিকের বিরুদ্ধে ব্যারিস্টার মইনুল হোসেন বিতর্কিত করা মন্তব্য করে। পরে ঐ নারী সাংবাদিক মামলা করেন। এর পর সারা দেশ থেকে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তার বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্য ক্ষমা চাওয়ার আহ্বান জানায়। পরে রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মানহানি ও ডিজিটাল আইনে কয়েকটি মামলা হয়।

এ সম্পর্কিত আরও খবর