বিটিভি ভবনে অগ্নিসংযোগ মামলায় বিএনপি নেতা নীরব রিমান্ডে

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-07-29 19:19:53

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) রামপুরা ভবনে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপি নেতা সাইফুল আলম নীরবসহ সাতজনের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৯ জুলাই) সেতু ভবনে মামলায় পাঁচদিনের রিমান্ড শেষে তাদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে রামপুরায় বিটিভি ভবনে অগ্নিসংযোগের মামলায় ফের তাদের ১০ দিন নেওয়ার আবেদন করে পুলিশ।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক প্রত্যেকের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া অন্য আসামিরা হলেন- বিএনপি নেতা শিমুল বিশ্বাস, রফিকুল ইসলাম মজনু, রশীদুজ্জামান মিল্লাত, সৈয়দ এহসানুল হুদা, মহিউদ্দিন হৃদয় ও তরিকুল ইসলাম।

সেতু ভবনে হামলার মামলায় ২৪ জুলাই তাদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছিল আদালত।

১৮ জুলাই বিটিভির রামপুরা অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার পরদিন বিটিভির ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার রামপুরা থানায় এ মামলা করেন।

এ সম্পর্কিত আরও খবর