কাকরাইলে মা-ছেলে হত্যার বিচার শুরু

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 21:32:34

রাজধানীর কাকরাইলে মা-ছেলেকে গলা কেটে হত্যা মামলার বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) ঢাকার ৩য় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল ইসলাম মামলার তিন আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। আগামী ৭ মার্চ সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করে মামলার সাক্ষীদের আদালতে আসতে সমন জারির নির্দেশ দেন তিনি।

অভিযুক্তরা হলেন, নিহত শামসুন্নাহারের স্বামী আব্দুল করিম, করিমের দ্বিতীয় স্ত্রী শারমিন মুক্তা, মুক্তার ভাই আল-আমিন ওরফে জনি।

২০১৮ সালের ১৬ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলাটির তদন্ত কর্মকর্তা রমনা থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. আলী হোসেন।

গত বছরের ১ নভেম্বর সন্ধ্যায় কাকরাইলে ৭৯/এ নম্বর বাড়িতে গলা কেটে শামসুন্নাহার (৪৫) ও তার ছেলে শাওনকে (১৮) হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় ২ নভেম্বর নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় নিহতের স্বামী আব্দুল করিম, করিমের তৃতীয় স্ত্রী শারমীন মুক্তা, মুক্তার ভাই জনিসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করা হয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর