নতুন মামলায় ইন্টারনালের এমডিকে গ্রেফতারের নির্দেশ

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম | 2023-08-27 16:31:42

ব্যাংকের চেক প্রতারণার একটি নতুন মামলায় ডেভেলপার কোম্পানি ইন্টারনালের এমডি কেএম তাজুল ইসলামকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩১জানুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রামের তৃতীয় দায়রা জজ আদালতের বিচারক বিলকিস আকতার এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মো. আবছার-উর রশিদ। তিনি বার্তা২৪.কমকে বলেন, ‘একটি চেক প্রতারণার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটির জাজমেন্ট আগে হয়ে গিয়েছিল। তবে তিনি পলাতক ছিলেন। আজ শুনানি শেষে তাকে গ্রেফতারের আদেশ দেন আদালত।’

এদিকে ২ জানুয়ারি থেকে আরেকটি প্রতারণায় মামালায় কারাগারে রয়েছেন তাজুল।

গ্রেফতারকৃত তাজুল ইসলামের বিরুদ্ধে প্রতারণা, ব্যাংক ঋণ, বাগান, জায়গা দখলসহ বেশ কয়েকটি অভিযোগে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন আদালতে শতাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

অপরদিকে, ২৪ জানুয়ারি দুদক কার্যালয়ে ঘুষ দিতে এসে হাতেনাতে ধরা পড়া সাবেক আনসার কমান্ডার আশিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর হাকিম শফি উদ্দিনের আদালত এই আদেশ দেন।

নগর পুলিশের সহকারি কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ এর সত্যতা নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও খবর