ঢাকা আইনজীবী সমিতিতে এডহক কমিটি গঠন

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-08-14 15:48:34

ঢাকা আইনজীবী সমিতিতে এডহক কমিটি গঠন

শেখ হাসিনা সরকার সোমবার (৫ আগস্ট) পদত্যাগের পর থেকে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচিত ২৩ কর্মকর্তা আদালতে না আসায় এবং সমিতির সব কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় এডহক কমিটি গঠন করেছেন বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা।

উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর সোয়া ১ টায় ঢাকা আইনজীবী সমিতির চতুর্থ তলায় এক জরুরি তলব সভা ডাকা হয়। ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী আনোয়ার হোসেন চাঁদ এ জরুরি সভা তলব করেন।

গত নির্বাচনে পরাজিত সভাপতি প্রার্থী অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী সৈয়দ নজরুল ইসলামসহ ২৩ পরাজিত প্রার্থীকে এডহক কমিটির সদস্য করার প্রস্তাব করা হলে সভায় তা সর্বসম্মতিক্রমে পাস হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, অ্যাডভোকেট আবদুর রাজ্জাক, সহিদুজ্জামান, আবদুর রশীদ মোল্লা, জহিরুল হাসান, সৈয়দ মো. মইনুল হোসেন, মাহবুব হাসান, নার্গিস পারভীন, নূরজাহান বেগম, আনোয়ারুল ইসলাম, মোবারক হোসেন, মো. মাজহারুল ইসলাম, আলী মোরতুজা, গাজী তানজিল আহমেদ, মো. আনোয়ার হোসেন, মো. আসিফ, জাবেদ হোসেন, খলিলুর রহমান, মো. সামসুজ্জামান, মোহাম্মাদ আলী, মুক্তা বেগম ও রেজাউল হক।

এর আগে পূর্বতন কমিটিকে অবৈধ অ্যাখ্যা দিয়ে তা বাতিল করার প্রস্তাব করা হলে সভায় তা সর্বসম্মতিতে পাস করা হয়।

তলবি সভায় বক্তব্য রাখেন, ঢাকা বারের সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাসুদ আহমেদ তালুকদার, মোহসীন মিয়া, ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকীপ্রমখ।

তারা বক্তৃতায় বলেন, যেহেতু বারের বিতর্কিত নির্বাচনে নির্বাচিত ২৩ কর্মকর্তা গত ৫ আগস্ট পলাতক আছেন। তাদের অনুপস্থিতিতে বারের কার্যক্রম বন্ধ আছে। সব উন্নয়নমূলক কর্মকাণ্ড থমকে গেছে ও বার পরিচালনায় অচলাবস্থা দেখা দিয়েছে। সেহেতু বারের স্বার্থে তিনি ঢাকা আইনজীবীর সংবিধানের ১৬ (গ) অনুচ্ছেদ মোতাবেক এ জরুরি সভা তলব করেছেন।

শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর ঢাকা আইনজীবী সমিতিতে আওয়ামী লীগ সমর্থিত নেতা কর্মীদের দেখা যায়নি। এসময় বিএনপি জামায়াতপন্থী আইনজীবীরা ঢাকা আইনজীবী সমিতি অঙ্গন এলাকা দখলে নেয়।

এ সম্পর্কিত আরও খবর

right arrow