রাজধানীর ভাটারা থানা এলাকায় সোহাগ মিয়া হত্যা মামলায় সাবেক হুইপ আসম ফিরোজকে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
শনিবার (২৪ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভাটারা থানা পুলিশ এ রিমান্ড আবেদন করে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জসিমের আদালতে আসামির উপস্থিতিতে রিমান্ডের বিষয়ে শুনানি হবে।
শুক্রবার রাতে ঢাকার বনানী এলাকা থেকে সাবেক হুইপ আসম ফিরোজকে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯ জুলাই বিকেলে ভাটারা থানাধীন ফরাজী হাসপাতালের সামনে পুলিশের গুলিতে নিহত হয় সোহাগ মিয়া। এ ঘটনায় ২০ আগস্ট তার বাবা শাফায়েত হোসেন ভাটারা থানায় হত্যা মামলা করেন।