সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে।
গত রোববার এ মামলার তদন্তকারী কর্মকর্তা আদাবর থানার এসআই মিঠু চন্দ্র বনিক এ মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন।
মঙ্গলবার (২৭ আগস্ট) বিষয়টি জানা যায়। ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আগামী ৩ সেপ্টেম্বর আসামির উপস্থিতিতে এ আবেদনের ওপর শুনানি হবে।
গত ২২ আগস্ট পোশাক শ্রমিক রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় এ মামলা করেন।
মামলার প্রধান আসামি শেখ হাসিনা। এছাড়া এ মামলায় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, ক্রিকেটার সাকিব আল হাসান ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, ব্যারিস্টার সায়েদুল হক সুমনসহ ১৫৬ জন আসামি। এছাড়া অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়।
মামলায় বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা সকাল ১১টার দিকে আদাবর থানাধীন রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মৎসজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হয়। নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় গত ২৩ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে শামসুদ্দিন চৌধুরী মানিককে স্থানীয় কয়েকজন যুবকের সহায়তায় আটক করে বিজিবি। পরদিন তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। এরপর ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ওই দিন বিকালে আদালতে হাজির করলে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসাইন কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতে আনা নেওয়ার সময় আদালত প্রাঙ্গণে থাকা বিএনপির কয়েকজন নেতাকর্মী দ্বারা লাঞ্ছিত হন মানিক। সেখান থেকে কারাগারে নিয়ে যাওয়ার পর সন্ধ্যায় অসুস্থ হলে পড়লে তাকে হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।