রাজধানীর উত্তরা পশ্চিম ও খিলগাঁও থানার পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও খিলগাঁও থানার এক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে এই দুই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ।
শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
আদালতের মহানগর প্রসিকিউশনের পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।