সাবেক প্রধানমন্ত্রীর শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ২ হত্যা মামলায় ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে ১ হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে শেরেবাংলা নগর থানার এক হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে শাহবাগ থানার মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ও তেজগাঁও থানার এক হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, শাজাহান খান ও সাদেক খানকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ।
আল মামুন ও সাদেক খান অসুস্থ মর্মে তাদের আইনজীবীরা তাদের চিকিৎসার জন্য আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এছাড়া কারাবিধি অনুসারে আসামিদের সুচিকিৎসার নির্দেশ দেন।
বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গুলিতে নিহত পরিবারের পক্ষ থেকে মামলাগুলো দায়ের করা হয়েছিল।