সিলেট মহানগর যুবলীগ নেতা মো. রেদওয়ান আহমদ বাপ্পিকে (৪০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে নাশকতার অভিযোগে সিলেট নগরীর শেখঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বাপ্পি শেখঘাট এলাকার মৃত মো. শহিদ উল্লাহ’র ছেলে ও সিলেট সিটি করপোরেশনের আওয়ামী লীগপন্থি ১২নং ওয়ার্ড কাউন্সিলর সিকন্দর আলীর ছোট ভাই।
এ ব্যাপারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মশিহুর রহমান সোহেল জানান, ছাত্র-জনতার আন্দোলনের সময় নাশকতা সৃষ্টির অভিযোগে ৫ সেপ্টেম্বর বিস্ফোরক আইনে আদালতে দায়েরকৃত মামলার (সিলেট কোতয়ালি থানার এফআইআর নং-৮) আসামি ছিলেন বাপ্পী। তিনি পলাতক ছিলেন। মঙ্গলবার তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
এ মামলার পলাতক আসামিদের গ্রেফতারে র্যাব-৯ এর এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা।