মৃত নবজাতক জবাই, কারাগারে ১, সংশোধনাগারে ৪ জন

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 13:19:10

রাজধানীর পোস্তগোলা শ্মশানে মাটি চাপা দেয়া মৃত নবজাতককে কবর থেকে তুলে জবাই করার মামলায় রুদ্রকর্মী নামের এক তরুণকে কারাগারে পাঠিয়েছেন।

অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় অপর চার আসামিকে শিশু উন্নয়ন কেন্দ্রে (সংশোধনাগার) পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আসামিরা হলেন, শুভংকর চন্দ্র রায়, বিপুল দাস, রনক দে ও বিজয় দে। তাদের বয়স ১৩ থেকে ১৬ বছরের মধ্যে।

বুধবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবীব এ আদেশ দেন।

ঠাঁটারিবাজার এলাকার এক হিন্দু দম্পতির ছেলে হাসপাতালে জন্মের আধা ঘণ্টার মধ্যে মারা যায়। বিকেল ৩টার দিকে পোস্তগোলা জাতীয় শ্মশান ঘাটে তাকে মাটিচাপা দেয়া হয়। রাত আনুমানিক ২টার দিকে কয়েকজন হিন্দু তরুণ ওই নবজাতকের মরদেহ উত্তোলন করে জবাই করে শ্মশানে পূজা দেয়। পরে ফের মাটি চাপা দেয়। পরে অভিযোগ পেয়ে ওই পাঁচ তরুণকে গ্রেফতার করে পুলিশ।

 

এ সম্পর্কিত আরও খবর