বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মেরুল বাড্ডার বৌদ্ধ মন্দিরের সামনে গুলিতে নিহত তৌফিকুল ইসলাম ভূইয়া হত্যা মামলায় ব্যবসায়ী আসলাম সেরনিয়াবাত ও তার ম্যানেজার সোহেল ইসলামের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৫ সেপ্টেম্বর) মামলাটির তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার সাব ইন্সপেক্টর সৌমিত্র সাহা আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জিজ্ঞেসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালত তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি বিচারক তা নাকচ করে দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে গত ১৯ জুলাই মেরুল বাড্ডার বৌদ্ধ মন্দিরের সামনে গুলিতে আহত হন তৌফিকুল ইসলাম ভূইয়া। এরপর চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ২১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় তৌফিকুলের স্ত্রী ইসমত জাহান একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনকে আসামি করা হয়।