ময়মনসিংহে ৪০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার রিপন হোসেনকে (২৭) কারাগারে পাঠিয়েছেন আদালত।
রিপন হোসেন জেলার ফুলপুর উপজেলার চকনাপাড়া গ্রামের মো. ইলিয়াস উদ্দিনের ছেলে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে জেলা গোয়েন্দা শাখার কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এবিষয়ে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে জানতে পারি যে, মাদক কারবারি রিপন বিপুল পরিমাণ মদ নিয়ে শম্ভুগঞ্জ-পাটগুদাম ব্রীজ মোড় সড়কের টুল ঘরের পাশের রাস্তায় মদ বেচাকেনা করতে এসেছে। এমন সংবাদ পেয়ে সাথে অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় মদসহ রিপন হোসেনকে আটক করা হয়।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়েরের পর শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে রিপন হোসেনকে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলেও জানান পুলিশ কর্মকর্তা শহিদুল ইসলাম।