বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিউ মার্কেট থানার আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুল হক মানিকের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও ২৬নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুল হক মানিককে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়।
এ মামলায় সকলকে গ্রেফতার দেখিয়ে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও হাসিবুল হক মানিককে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। আসামি পক্ষে রিমান্ড বাতিল করে জামিন চাওয়া হয়।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত জামিনের আবেদন নাকচ করে মামুনের ৫ দিন ও মানিকের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এছাড়াও সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে মিরপুর থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।