কিশোরগঞ্জে স্ত্রী হত্যা দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

, আইন-আদালত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কিশোরগঞ্জ | 2024-10-23 15:19:09

কিশোরগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত-৪ এর বিচারক মো. হামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. নুরুল ইসলাম (৫০) সদর উপজেলার যশোদল দামপাটুলী গ্রামের কাছুম আলীর ছেলে।

সরকার পক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) জীবন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৫ সালের (৭ মার্চ) সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার দামপাটুলী ধান ক্ষেতের পাশের ডোবা থেকে অজ্ঞাত নারীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন পুলিশ বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করে।

পরে পুলিশ মামলাটি তদন্তের সময় নিহত মীনা বেগমের স্বামী নুরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে স্ত্রী হত্যার দায় প্রাথমিকভাবে স্বীকার করেন। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করলে সেখানেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন নুরুল। ২০১৫ সালের (৩ জুলাই) কিশোরগঞ্জ সদর মডেল থানার তৎকালীন উপ-পরিদর্শক হুমায়ুন কবীর নিহতের স্বামীকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। বুধবার (২৩ অক্টোবর) দীর্ঘ শুনানি শেষে এ মামলার রায় ঘোষণা করেন আদালত।

এ মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট লুৎফর রশিদ রানা।

এ সম্পর্কিত আরও খবর