পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যায় আলোচিত স্বর্ণ ব্যবসায়ী দুবাই পলাতক আরাভ খানসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার যুক্তিতর্কের শুনানির জন্য আগামী ২১ নভেম্বর ধার্য করেছেন আদালত।
সোমবার (২৮ অক্টোবর) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ইব্রাহিম মিয়া'র আদালত এই তারিখ ধার্য করেন।
আসামি আরাভ খানের আইনজীবী রুহুল আমিন এতথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আজকে এ মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি শেষ হয়েছে। আদালত আগামী ২১ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ ধার্য করেন। যুক্তিতর্ক শেষ হলে এই মামলার রায় ঘোষণা করবেন আদালত।
মামলাটিতে ৩৮ জন সাক্ষীর মধ্যে ২৬ জনের সাক্ষ্য শেষ হলো।
মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক শেখ মাহবুবুর রহমান ২০১৯ সালের ৮ এপ্রিল সিএমএম আদালতে এ চার্জশিট দাখিল করেন।
২০১৮ সালের ৯ জুলাই গাজীপুরের জঙ্গল থেকে মামুন ইমরান খানের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় মামুনের ভাই জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে রাজধানীর বনানী থানায় একটি হত্যা মামলা করেন।