ব্যারিস্টার মওদুদের দুর্নীতি মামলায় আরও একজনের সাক্ষ্যগ্রহণ

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-09-01 20:04:47

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মামলায় বাংলাদেশ কমার্স ব্যাংকের বনানী শাখার প্রো-ভিপি ও ম্যানেজার সৈয়দ সালাউদ্দিন সাক্ষ্য দিয়েছেন।

সোমবার (১১ ফেব্রুয়ারি) তিনি ঢাকার ৬ নম্বর বিশেষ জজ ড. শেখ গোলাম মাহবুব এর আদালতে হাজির হয়ে আংশিক সাক্ষ্য প্রদান করেন। বাকি সাক্ষ্যের জন্য আগামী ১৪ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

মওদুদের সম্পদের হিসাব বিবরণীতে তার জ্ঞাত আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এমন সাত কোটি ৩৮ লাখ ৬৪ হাজার ২৮৭ টাকা মূল্যের সম্পদ অর্জন ও চার কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

এমন অভিযোগে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর দুদকের উপ-সহকারী পরিচালক শরিফুল হক সিদ্দিকী বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় এ মামলা দায়ের করেন।

এ সম্পর্কিত আরও খবর