নিউ মার্কেট ভবন দোতলা করার সিদ্ধান্ত অবৈধ: হাইকোর্ট

, আইন-আদালত

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 12:19:37

রাজধানী ঢাকা নিউ মার্কেটের একতলা ভবন দোতলা করা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

এর আগে নিউ মার্কেটের ছাদের উপর স্টিলের চাউনি দিয়ে ১৭৮ টি দোকান নির্মাণের সিদ্ধান্ত নেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এর প্রতিবাদে ২০১৮ সালের জানুয়ারি মাসে কয়েকশ ব্যবসায়ীরা সড়ক অবরোধ করেন।

পরে ঢাকার নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন ও যুগ্ম সম্পাদক সোহেল ব্যাপারী হাইকোর্টে রিট দায়ের করেন।

রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর নিউ মার্কেটে একতলা ভবন দোতলা করার সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। পাশাপাশি এ বিষয়ে রুল দেন আদালত।

সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর নিউ মার্কেটে একতলা ভবন দোতলা করার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় ঘোষণা করেন আদালত।

এ সম্পর্কিত আরও খবর