ড. মোশাররফের বিরুদ্ধে মানহানির মামলা হাইকোর্টে বাতিল

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-11-27 15:33:10

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মানহানির অভিযোগে দায়ের করা মামলা বাতিল করে দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৭ নভেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে খন্দকার মোশাররফের পক্ষে শুনানি করেন তার ছেলে ড. মারুফ হোসেন।

পরে ড. মারুফ হোসেন গণমাধ্যমকে বলেন, ২০১৭ সালে হাইকোর্ট এই মামলা স্থগিত করে রুল দিয়েছিলেন। আজ রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট মামলা বাতিল করে দিয়েছেন।

এর আগে ২০১৪ সালের ২৭ অক্টোবর খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মানহানির অভিযোগে করা মামলায় অভিযোগ গঠন করা হয়।

ঢাকার মহানগর হাকিম আতাউল হক এই অভিযোগ গঠন করেন।

মামলায় অভিযোগ করা হয়, ২০১২ সালে জাতীয় প্রেসক্লাবের সামনে খন্দকার মোশাররফ বলেন, ‘যদি জোর করে ক্ষমতায় থাকতে চায়, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঁচাত্তরের পরিণতি ভোগ করতে হবে।’

এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ২০১৩ সালের ২০ জানুয়ারি খন্দকার মোশাররফের বিরুদ্ধে আদালতে মানহানির অভিযোগে মামলা করেন।

এ সম্পর্কিত আরও খবর