আইনজীবী আলিফ হত্যার প্রধান আসামি চন্দনের জবানবন্দি

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-12-09 22:33:13

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাস আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের কাছে তিনি এ জবানবন্দি দেন। জবানবন্দি শেষে সন্ধ্যায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী ওসমান গণি বলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে আদালতে হাজির করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের জন্য আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে আদালতে আসামি চন্দন দাস স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আসামি চন্দন দাস আলিফ হত্যা মামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর চট্টগ্রামের আদালত প্রাঙ্গণের অদূরে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি ঘিরে ত্রিমুখী সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। এরপর আলিফের বাবা বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় চন্দন দাসকে প্রধান আসামি ৩১ জনের নাম উল্লেখ করে একটি হত্যামামলা দায়ের করেন।

আইনজীবী আলিফ হত্যার ঘটনায় এ পর্যন্ত মোট ১১ জনকে গ্রেফতার করেছে নগর পুলিশ। সবশেষ ৫ ডিসেম্বর ভোরে ভৈরব রেলওয়ে স্টেশন থেকে আসামি চন্দন দাসকে গ্রেপ্তার করা হয়। ওইদিন রাতে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাছে হস্তান্তর করা হয়। ওইদিন সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে আলিফ হত্যা মামলার অন্যতম আসামি রিপন দাসকেও গ্রেপ্তার করে।

৬ ডিসেম্বর বিকেলে তাদের দুজনকে চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (স্পেশাল ম্যাজিস্ট্রেট) হাজির করা হয়। পুলিশ উভয়ের ১০ দিনের রিমান্ড আবেদন করলে চন্দনের ৭ দিন এবং রিপনের ৫ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এ সম্পর্কিত আরও খবর