কারাবন্দীদের সুবিধা নিশ্চিতের নির্দেশনা চেয়ে রিট

, আইন-আদালত

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 17:18:05

সারাদেশের কারাগারগুলোতে বন্দীদের পর্যাপ্ত কারাকক্ষ ও তাদের প্রয়োজনীয় চিকিৎসাসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিন।

রিটে আইন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, জনপ্রসাশন মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও কারা অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।

এছাড়া রিটে কারাবন্দীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত ও পর্যাপ্ত কারাকক্ষের সুবিধা দিতে রুল জারির আরজি জানানো হয়েছে।

এর আগে ৪ ফেব্রুয়ারি দেশের মোট ৬৮টি কারাগারের শূন্য পদে ১২০জন কারা চিকিৎসক নিয়োগ ও কারাবন্দীদের জন্য পর্যাপ্ত কারাকক্ষ সুবিধা চেয়ে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন রিটকারী আইনজীবী।

ঐ নোটিশে বলা হয়, কিছু দৈনিক পত্রিকার প্রতিবেদন ও কারা কর্তৃপক্ষ থেকে পাওয়া তথ্য অনুসারে দেখা গেছে সারাদেশের প্রায় ৬৮টি কারগারে মোট ১২৯ জন চিকিৎসক কর্মরত থাকার কথা। কিন্তু সারাদেশে মাত্র ৯ জন চিকিৎসক প্রায় ৮৯ হাজার কারাবন্দীকে চিকিৎসা সেবা দিয়ে আসছেন।

সাত দিনের মধ্যে দেশের ৬৮টি কারাগারে অবশিষ্ট ১২০ জন চিকিৎসক নিয়োগ দিতে নোটিশে অনুরোধ জানানো হয়। ঐ নোটিশের কোনো জবাব না পাওয়ায় এ বিষয়ে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

এ সম্পর্কিত আরও খবর