নাশকতার মামলায় গয়েশ্বর-রিজভীসহ ১৭৩ জনকে অব্যাহতি

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-08 16:47:39

রাজধানীর রমনা থানার নাশকতার এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১৭৩ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনাল।

বুধবার (৮ জানুয়ারি) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৬ এর বিচারক শিহাবুল ইসলাম অব্যাহতির আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।

অব্যাহতি পাওয়া উল্লেখযোগ্যরা হলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল প্রমুখ।

২০১৮ সালের ৩০ জানুয়ারি পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে হাজিরা দিয়ে বাসায় ফিরছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি শাহবাগ থানাধীন পরীবাগ এলাকায় আসলে রাস্তায় স্লোগান দিতে থাকে বিএনপির নেতাকর্মীরা। অভিযোগ করা হয়, এক সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয় ও সংঘর্ষে লিপ্ত হয়। ওইদিনই পুলিশের উপ-পরিদর্শক মো. মহিবুল্লাহ বাদী হয়ে রমনা মডেল থানায় মামলা করেন।

২০২০ সালের ২৯ জানুয়ারি আদালতে দেওয়া চার্জশিটে গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির ১৭৩ নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়।

এ সম্পর্কিত আরও খবর