নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম নিয়ে হাইকোর্টের অসন্তোষ

, আইন-আদালত

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম | 2023-08-26 17:25:01

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাদ্য নিরাপদ করতে কি কি পদক্ষেপ নিয়েছে তাও এক সপ্তাহের মধ্যে জানাতে বলেছেন হাইকোর্ট।

এছাড়া বোতলজাত পানি নিরাপদ কিনা সে বিষয়ে কি পদক্ষেপ নেয়া  হয়েছে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এসব নির্দেশ দেন।

২০১৩ সালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পর এখনো কোন হটলাইন চালু করতে পারেনি বলে শুনানিতে মন্তব্য করেন হাইকোর্ট। বিচারক নিজে ফোন দিয়ে তাদের পাননি।

পরে বোতলজাত পানি নিরাপদ কিনা সে বিষয়ে কোন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কি পদক্ষেপ নেয়া হয়েছে সে বিষয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দেন আদালত।

মঙ্গলবার ১০ বোতলজাত পানির কোম্পানির বিষয়ে আদালতে বিএসটিআইয়ের জমা দেয়া প্রতিবেদনে ৭টি কোম্পানির লাইসেন্স স্থগিত এবং ৩ টিকে শোকজ করা হয়েছে বলে জানানো হয়।

এ সম্পর্কিত আরও খবর