ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 17:04:41

দক্ষিণ এশিয়ার বৃহত্তম বার হিসেবে পরিচিত ঢাকা আইনজীবী সমিতির ২০১৯-২০ মেয়াদে কার্যকরী পরিষদের দুই দিনব্যাপী নির্বাচনের প্রথমদিনের ভোটগ্রহণ চলছে।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। দুপুরে ১ ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। একইভাবে বৃহস্পতিবারও ভোটগ্রহণ করা হবে।

গত ৩১ জানুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোখলেসুর রহমান বাদলকে প্রধান নির্বাচন কমিশনার ও ২০ আইনজীবীকে নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে ২০১ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

ঢাকা বারের নির্বাচনে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও সমমনা দল নিয়ে গঠিত সাদা প্যানেল এবং বিএনপি ও সমমনা দল নিয়ে গঠিত নীল প্যানেল ২৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে।

ঢাকা আইনজীবী সমিতিতে ২০১৯-২০ মেয়াদে নিবন্ধিত আইনজীবীর সংখ্যা ২৪ হাজার ৪৩১ জন। তবে বৈধ ভোটারের সংখ্যা ১৭ হাজার ৮৯৭ জন। গত মেয়াদে ভোটারের সংখ্যা ছিল ১৬ হাজার ১২৯ জন। গত মেয়াদে ৯ হাজার ১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ঢাকা বারের নির্বাচন কমিশনার নজরুল ইসলাম শামীম বার্তা২৪.কমকে বলেন, এবার ১১ থেকে ১২ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আওয়ামীলীগ সমর্থিত সাদা প্যানেলের প্রতিদ্বন্দ্বীরা হলেন, সভাপতি পদে গাজী মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক পদে মো. আসাদুজ্জামান খান রচি। অপরদিকে নীল প্যানেলের প্রতিদ্বন্দ্বীরা হলেন, সভাপতি পদে মো. ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. হোসেন আলী খান হাসান।

সাদা প্যানেলের সম্পাদকীয় পদের অন্যান্য প্রার্থীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে মোহাম্মদ হাবিবুর রহমান, সহ-সভাপতি পদে মো. জাহাঙ্গীর হোসেন দুলাল, ট্রেজারার পদে আব্দুল জলিল আফ্রাদ (কবির), সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মো. জাহাঙ্গীর আলম মোল্লা, সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ওমর ফারুক আসিফ, লাইব্রেরি পদে মো. আতাউর রহমান খান রুকু, সাংস্কৃতিক সম্পাদক পদে শায়লা পারভীন পিয়া, দপ্তর সম্পাদক পদে মো. জাহিদুল ইসলাম কাদির, খেলাধুলা সম্পাদক পদে মো. উজ্জ্বল মিয়া ও সমাজ কল্যান সম্পাদক পদে হুমায়ুন খন্দকার টগর।

নীল প্যানেলের সম্পদকীয় পদের প্রার্থীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম দেওয়ান, সহ-সভাপতি পদে এ আর মিজানুর রহমান, ট্রেজারার পদে মো. লুৎফর রহমান আজাদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মো. নিহার হোসেন ফারুক, সহ-সাধারণ সম্পাদক পদে মো. সাখাওয়াত উল্লাহ ভুইয়া ছোটন, লাইব্রেরি পদে মো. জিয়াউল হক জিয়া, সাংস্কৃতিক সম্পাদক পদে মোরশেদা খাতুন শিল্পী, দপ্তর সম্পাদক পদে মো. জুলফিকার আলী হায়দার জীবন, খেলাধুলা সম্পাদক পদে মো. মনিরুল ইসলাম আকাশ ও সমাজ কল্যান সম্পাদক পদে মাহবুব হাসান রানা।

সাদা প্যানেলের সদস্য পদের প্রার্থীরা হলেন, আয়েশা বিনতে আলী, এএইচএম শফিকুল ইসলাম মোল্লা সোহাগ, হায়াত আল মাহমুদ জিকু, কাওছার হাসান, মো. সাব্বির হাসান, মো. বাহারুল ইসলাম বাহার, মো. হাসান আকবর আফজাল, মো. ইব্রাহিম হোসেন, মো. জুয়েল শিকদার, মো. মাসুম মিয়া, মো. মাসুম মৃধা, সাইফুল ইসলাম, সৌরভ হোসেন, তানভীর আহমেদ সজিব ও তুষার ঘোষ।

নীল পদের সদস্য পদের প্রার্থীরা হলেন, আজহার উদ্দিন রিপন, কাজী রওশান দিল আফরোজ, এমআর রাসেল, মো. বাবুল আক্তার, মো. ইব্রাহিম খলিল, মো. ইকবাল মাহমুদ সরকার, মো. মেহেদী হাসান জুয়েল, মো. রাসেদুল ইসলাম রাসেল, মোহাম্মদ ইব্রাহিম (স্বপন), মোহাম্মদ মোস্তফা কামাল, মো. ইয়াছিন মিয়া, মোসা. ফারহানা আক্তার লুবনা, নজরুল হক শুভ, শাহীন সুলতানা খুকি ও সাদেকুল ইসলাম ভুঁইয়া জাদু।

২০১৮-১৯ মেয়াদে ২৭টি পদের মধ্যে সাধারণ সম্পাদক ও অপর ৭টি সম্পাদকীয় পদসহ ১৪টি পদে আওয়ামীলীগ সমর্থিত সাদা প্যানেল বিজয়ী হয়। অপরদিকে, বিএনপি জামায়াত সমর্থিত নীল প্যানেল সভাপতি ও অপর ৩টি সম্পাদকীয় ১৩টি পদে জয়লাভ করে।

 

এ সম্পর্কিত আরও খবর