শাশুড়িসহ তিন হত্যায় আসামির ফাঁসি

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 19:11:15

রাজধানীর চকবাজরের পশ্চিম ইসলামপুরে শাশুড়িসহ তিনজন হত্যায় আসামি আল ইসলাম জীবনের ফাঁসির নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৫ মার্চ) ঢাকার ৮ম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফারহানা ফেরদৌসি এ রায় প্রদান করেন।

আসামি কারাগারে আটক ছিল। তাকে রায় শোনানোর পর সাজা পরোয়ানা দিয়ে ফের কারাগারে পাঠানো হয়েছে।

রায়ের বিবরণ থেকে জানা যায়, আসামি আল ইসলামের সঙ্গে নিহত রাশিদার মেয়ে সুমির বিয়ে হয়। সুমি তার দ্বিতীয় সন্তান জন্মের সময় মারা যান। সুমির কথামতো তার দুই সন্তান জুই ও সানি আসামির শ্বাশুড়ির কাছে থাকতো। তাদের বাবা আল ইসলাম মাঝে মাঝে এসে দেখে যেতেন।

পরবর্তীতে আল ইসলাম তার বাচ্চা নিজ হেফাজতে নেওয়ার জন্য ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।

২০১৬ সালের ৪ জুলাই দুপুরে আসামি বাচ্চাদের কাপড়-চোপড় দিতে শ্বশুর বাড়ি আসলে শাশুড়ি রাশিদা সাথে তার ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে আসামি আল ইসলাম রামদা দিয়ে রাশিদাকে কুপিয়ে হত্যা করে। এ সময় রাশিদার অপর মেয়ে সীমা ও আরেক মেয়ের সন্তান বন্যা আসামিকে ফেরাতে আসলে আসামি তাদেরও রামদা দিয়ে কুড়িয়ে হত্যা করে।

চার্জশিটে মোট সাক্ষী ২৫ জন। রায় দেওয়ার আগে বিচারক ২৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন।

২০১৬ সালেল ৯ আগস্ট আসামি গ্রেফতার হন। এরপর হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন।

২০১৭ সালের ৯ মে আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত।

হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছোট ভাই মো. শাহাবুদ্দিন রাজধানীর চকবাজার থানায় এ হত্যা মামলা দায়ের করেছিলেন।

এ সম্পর্কিত আরও খবর