ময়মনসিংহে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহ, বার্তা২৪.কম | 2023-08-23 13:50:43

ময়মনসিংহে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৩ মার্চ) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নূরুল আমীন বিপ্লব এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত স্বামীর নাম সুরুজ আলী। তিনি জেলার ফুলপুর উপজেলার খাল সাইদকোনা গ্রামের বাসিন্দা। ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সঞ্জীব সরকার এর সত্যতা নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, ১৯৯৮ সালেল ২২ জুন অপমানের প্রতিশোধ নিতে স্ত্রী মুর্শিদা বেগমকে হত্যা করেন স্বামী সুরুজ আলী। এ ঘটনার পর দিন নিহতের পিতা শাহাব উদ্দিন বাদি হয়ে পাঁচজনকে আসামি করে ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনার দীর্ঘ ৬ বছর পর স্বামী সুরুজ আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। ওই মামলার র্দীঘ শুনানি শেষে আজ বুধবার বিচারক এ রায় দেন।

এ সম্পর্কিত আরও খবর