পাসপোর্ট ভেরিফিকেশনে ঘুষ চাওয়ায় পুলিশের কারাদণ্ড

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 14:28:23

পাসপোর্টের ভেরিফিকেশন করতে গিয়ে ঘুষ চাওয়ার ঘটনায় হওয়া মামলায় এক পুলিশ কর্মকর্তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ( ২১ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় দেন।

দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য এক বিচারপতির স্ত্রীর কাছে ঘুষ চাওয়ায় পুলিশের এক কর্মকর্তাকে পৃথক দুইটি ধারায় এই কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত পুলিশ সদস্যের নাম সাদিকুল ইসলাম। তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) এএসআই পদে কর্মরত ছিলেন। ঘটনার পর তাকে বরখাস্ত করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ঐ পুলিশ কর্মকর্তা হাইকোর্ট বিভাগের এক বিচারপতির দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য যান।

এ সময় তিনি বিচারপতির স্ত্রীর কাছে এ জন্য দুই হাজার টাকা দাবি করেন। তাকে ৫০০ টাকা দিলে তিনি দুই হাজার টাকা না দিলে হবে না বলে জানান।

এই ঘটনায় ঐ পুলিশ কর্মকর্তার নামে মামলা করা হয়।

এ সম্পর্কিত আরও খবর