নোয়াখালীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

, আইন-আদালত

উপজেলা করেসপন্ডেন্ট, কোম্পানীগঞ্জ (নোয়াখালী), বার্তা২৪.কম | 2023-08-27 05:40:39

নোয়াখালীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ মামলায় অপর চার আসামিকে খালাস দিয়েছেন আদালত।
সোমবার (৮ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মোহাম্মদ ফারুক এ রায় দেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম ফরহাদুল ইসলাম। তিনি জেলার বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়ন পরিষদের ঘাটলা গ্রামের নুরুল হুদার ছেলে। নিহত গৃহবধূর নাম আমেনা বেগম। তিনি একই উপজেলার শরীফপুর গ্রামের কোরবান আলীর মেয়ে।

বাদী পক্ষের আইনজীবী সালাউদ্দিন কামরান বলেন, ২০১৫ সালের সাত ফ্রেব্রুয়ারি গৃহবধূ আমেনাকে হত্যার অভিযোগে আমেনার বোন আলেয়া বেগম বাদী হয়ে মামলা করেন। এ মামলায় আমেনার স্বামী, দেবর, শ্বশুর-শাশুড়ি, ননদসহ পাঁচজনকে আসামি করা হয়।

পুলিশ মামলার তদন্ত শেষে চার্জশিট দাখিলের পর ১৭ জনের সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে স্বামীকে যাবজ্জীবন দেয় আদালত। মামলার অপর চার আসামিকে খালাস দিয়েছেন বিচারক।
আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মাহফুজ।

এ সম্পর্কিত আরও খবর